সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। আজ শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। বিকেল ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড মহিলা কলেজের ওই শিক্ষার্থী শনিবার দুপুরে রাকিব (২৫) নামে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সমুদ্রসৈকত এলাকায় ঘুরতে যান। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে সাগর পাড়ে যাওয়া সময় চার যুবক তাদের ধরে উপকূলে ঝাউ বাগান এলাকায় জিম্মি করে নিয়ে যান।
এসময় শিক্ষার্থীর বন্ধু রাকিবকে মারধর করার পর পালাক্রমে চারজন মিলে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। স্থানীয় লোকজন খবর পেয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করেন। ধর্ষণকারীরা পালিয়ে গেলেও এ ঘটনা জড়িত রাশেদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, আমরা দুজন ঘুরতে এসেছি গুলিয়াখালী সমুদ্রসৈকতে। সাগর পাড়ে নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে (ঝাউবন) নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করেন। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মেয়েটিকে পুলিশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ঘটনার বিষয়ে জানার জন্য মেয়েটির সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় রাশেদ নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।