ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে ঈশ্বরগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা’র সভাপতিত্বে ও পৌর কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক বারী সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ। এসময় বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব শাহ নুরুল কবির শাহীন,সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস,ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আউয়াল,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান,আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসলিমা আক্তার,ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ মাহফুজা ঝুমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসানুর রহমান সজিব, ঈশ্বরগঞ্জ সংস্কার ফোরামের সভাপতি আল-মামুন প্রমুখ!