মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১১ নারী: ক্রীড়া উপদেষ্টা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:২৭ PM
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানেও আমাদের ১১ নারী শহীদ হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। তাদের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জানাতে চাই।

শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সকলের অর্জনের পরিমান সমান নয়। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা আইডেন্টিফাই করেছি যারা বাংলাদেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে এনেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, তারমধ্যে আরচ্যারী ফেডারেশন অন্যতম। আরও গুরুত্বপূর্ণ হলো, স্পোর্টসে আমরা যে পার্টিসিপেশনের কথা বলি, তা হলো আরচ্যারী ফেডারশনে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নারীদের সমানতালে এগিয়ে যাওয়া। ইতোমধ্যে নারী আরচ্যাররা যে বিজয় ছিনিয়ে এনেছেন তার জন্য ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

আরচ্যারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ আরচ্যারী বিভাগের ইতি খাতুন ও রানার্সআপ হয় বিকেএসপির সোনালী রায়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত