ধর্ষণের বিচার না পেয়ে জান্নাত বেগম (১৬) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের রামগতি উপজেলার পশ্চিম চরকলাকোপা গ্রামে।
মৃত জান্নাতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী মো. খবিরের ছেলে রাকিবের সঙ্গে গত কয়েক মাস ধরে জান্নাতের প্রেমের সম্পর্ক চলছিল। সম্পর্কের জেরে গত ১ মার্চ গভীর রাতে জান্নাতের বসতঘরে ঢুকে ধর্ষণ করে তাকে। এ সময় জান্নাতের মা সেলিনা আক্তার টের পেয়ে মেয়ের কক্ষে গেলে রাকিব পালিয়ে যায়।
ইতোপূর্বেও বিয়ের প্রলোভন দেখিয়ে রাকিব কয়েকবার ধর্ষণ করেছে বলে জান্নাত তার মাকে জানায়। ঘটনাটি তাৎক্ষণিক রাকিবের বাবা-মাসহ পরিবারের লোকজনকে জানালে তারা বিষয়টি কাউকে বলতে বারণ করে এবং জান্নাতকে রাকিবের স্ত্রী করে নিয়ে যাবে বলে আশ্বাস দেয়।
এরপর ঘটনাটি এলাকায় জানাজানি হলে মো. হেলাল, মো. আজাদসহ অভিযুক্তরা সালিশ বৈঠকের আয়োজন করে। বৈঠকে মো. বাশার, জামশেদ উদ্দিনসহ অভিযুক্তরা জান্নাতকে চরিত্রহীনাসহ বিভিন্ন ধরনের অপবাদ দেয়। এছাড়াও অভিযুক্ত হেলাল তাদের বাড়িতে গিয়ে জান্নাত ও তার মা সেলিনার চুল কেটে এলাকায় ঘুরাবে বলে হুমকি দিয়ে আসে।
হুমকির পর মানসিক চাপে দুপুর ১২টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে জান্নাত। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত মো. হেলাল নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় রামগতি থানায় একটি মামলা করা হয়েছে।