মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ছিনতাইকারী ‘সন্দেহে’ ঢাকায় একদিনে ৮ জনকে গণপিটুনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৭:২০ PM
রাজধানীতে পৃথক পৃথক স্থানে চুরি ও ছিনতাইকারী সন্দেহে আটজনকে গণধোলাই দিয়ে আহত করা হয়েছে।

আজ রবিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকার পৃথক থানা এলাকায় ঘটনাগুলো ঘটে। সংশ্লিষ্ট থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে আটক করে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানিয়েছেন, কোনাপাড়া এলাকায় বেলা পৌনে ১২টার দিকে ছিনতাইকারী সন্দেহে তিন ভাইসহ চারজনকে স্থানীয় জনগণ গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ঐ কর্মকর্তা।

আহতরা হচ্ছেন, রফিকুল ইসলাম (৩৬), রবিউল ইসলাম (৪০), রিপন মিয়া (৪২) তারা তিন ভাই। এছাড়া সোহাগ মিয়া (৫৪)। তারা নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা।

অপরদিকে, একই দিনে মতিঝিলের এজেবি কলোনি এলাকায় এক নারীর ব্যাগ নিয়ে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের মুখে পড়েন তন্ময় (১৭) নামে এক যুবক। পরে সংবাদ পেয়ে মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।

অন্যদিকে, চকবাজার থানাধীন বকসিবাজার এলাকায় কাগজের কার্টন চুরির অভিযোগে স্থানীয় জনগণ অপু (১৮) ও আলী (৩২) নামে দুইজনকে গণ ধোলাই দেয়।

পরে চকবাজার থানার উপৎপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম তাদেরকে উদ্ধার করে বিকালে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

এছাড়াও ভাটারা থানার সোলমাইথ বটগাইছা মোড় এলাকায় সকালে একটি বাসার চারতলা থেকে মোবাইল, মানিব্যাগ ও ল্যাপটপ চুরি পালাতে গিয়ে  স্থানীয়দের হাতে ধরা পড়ে গণধোলাইয়ের মুখে পড়ে  মানিক মিয়া (২৩) নামের এক যুবক। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত