মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণের ঘটনার আসামীদের ফাঁসির দাবিতে শহরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০টা বেলা ৩টা পর্যন্ত মাগুরাসহ ১২টি জেলা থেকে আগত শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নেয়। এ সময় শহরের জর্জকোট সড়ক, কেশব মোড়ের উভয় সড়ক বন্ধ করে দেন তারা। আদালত চত্বরে শিক্ষার্থীরা ধর্ষকের ফাঁসি ও অন্যান্য আসামীদের সর্ব্বোচ শাস্তির দা্বি জানিয়ে শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের এ দাবির সাথে একাত্মতা ঘোষণা করে জেলা আইনজীবী সমিতি, জেলা গণকমিটি, চেম্বার অব কমার্স,সপ্তক সাহিত্য চত্রু, জেলা পরিবেশক সমিতি, জেলা মহিলা পরিষদ, সুপ্রভাত বাংলাদেশসহ নানা সামাজিক সংগঠন অংশ নেয়। পাশাপাশি এ কর্মসূচিতে মাগুরা জেলার ৪ উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ৪ ঘন্টাব্যাপী শিক্ষাথী দের এ কর্মসূচীতে মাগুরা শহর প্রায় অচল হয়ে যায়। এ সময় জেলার আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
সাধারণ শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আজ যে মেয়েটি ধর্ষনের শিকার হয়েছে সে আমাদের বোন। আমরা আমাদের বোনের ধর্ষণকারীর সর্ব্বোচ শাস্তি ফাঁসি চাই। মুল আসামীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আজ আমরা আদালত চত্বর ঘেরাও করলাম। পরবর্তীতে সড়কসহ আরো কঠোর আন্দোলনে যাব।
শিক্ষার্থী হাসিয়ারা খাতুন হাসি বলেন, মেয়েটার উপর পারবিক নির্যাতনই শুধু করা হয়নি তাকে মেরে ফেলার কাজ করেছে নরপিচাশরা। এটা আমাদের সমাজের কলঙ্ক। তাই আমরা চাই এ ঘটনার সাথে জড়িতদের ফাঁসি দেওয়া হোক।
সমাবেশে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বলেন, আমরা এ ঘটনার সাথে জড়িতদের সব্বোর্চ শাস্তি দাবি করছি। আমরা ভিকটিমের সাথে সব সময় আছি ও থাকব। আমরা সুষ্টু ও নিরপেক্ষ আইনী লড়াইয়ের মাধ্যমে তাদের সর্ব্বোচ শাস্তি দাবি জানাছি। তাই দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমের তাদের বিচারের জোর দাবি করছি ।