লালমনিরহাটে চ্যানেল২৪ এর প্রতিনিধি সাংবাদিক মাহফুক বকুলের উপর হামলা, দৈনিক মানবকন্ঠ'র লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকি ও আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার প্রতিবাদ ও হামলা এবং হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সংবাদকর্মী।
সিনিয়র সাংবাদিক গকুল রায়ের সভাপতিত্বে ও দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক প্রথম আলো প্রতিনিধি আব্দুর রব সুজন, যুগের আলো প্রতিনিধি, আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভির প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদ লিটন, মাইটিভি প্রতিনিধি মাহফুজ সাজু, সাংবাদিক নেতা শরিফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি নিয়ন দুলাল, ঢাকাপোষ্টে প্রতিনিধি নিয়াজ শিপন, নিউজ২৪ এর রবিউল ইসলাম, আরটিভি প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্যে সাংবাদিককে হুমকি দাতা ও সাংবাদিকদের উপর হামলাকারীরাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। দ্রুত আসামী গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারী দেয় মানববন্ধনে অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা।