বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
গ্যাসের চুলা বিস্ফোরণ: একই পরিবারের ৬ জন দগ্ধ, ৪ আশঙ্কাজনক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:১০ PM
চাঁদপুর শহরের কোড়ালিয়ায় এলাকায় লাইনের গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

রোববার (৯ মার্চ) ভোর রাতে শহরের কোড়ালিয়া সাহাবাড়ি রোডে জাকির হোসেনের বাড়ীর চতুর্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

অগ্নিদগ্ধরা হলেন-আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেঝো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। এদের মধ্যে ইমাম হোসেন ও নিপা আক্তার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকীদের ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন বলেন, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। অগ্নিদগ্ধ সকলেই তার পরিবারের সদস্য।

অগ্নিদগ্ধ আব্দুর রহমান সরদারের ভাগিনা মাহমুদ বলেন, ভোর রাতে সেহেরি খাবার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়।  

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয। বাকী দুইজিন হাসপাতালের ওয়ান স্টফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত