শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৫:১৩ PM আপডেট: ১০.০৩.২০২৫ ৫:২৫ PM
শেরেবাংলা নগরে মুক্তিযোদ্ধা জাদুঘরের চার তলা ভবনের নিচ তলায় জেনারেটর রুমে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারে তালহা বিন জুবায়ের দুপুরের জানান, আগারগাঁও এলাকায় মুক্তিযোদ্ধা জাদুঘনে আগুন লেগেছিল। খবর পেয়ে  মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরবর্তীতে ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান,  বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে অন্তত ৫ লাখ টাকর মালামাল ক্ষতি হয়েছে।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফসির উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া 'অগ্নিসংযোগের গুজব' প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত