রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে ‘প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের’ ১৫ বছরে পদার্পণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:০৯ PM
‘শিক্ষা শান্তি পরিশ্রম ও উন্নতি’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন “প্রতিভা যুব ও ছাত্র সংগঠন” এর ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয় (মুশাররফ স্যার রেখা কমপ্লেক্স) এর ৩য় তলায় সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নতুন টি-শার্ট উন্মোচন করা হয় এবং পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক মো.ইকবাল হোসেন।

সংগঠনের সভাপতি মো. ইমন সাদিক সুজনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ভূঞাপুর শাখার সভাপতি মির্জা মহিউদ্দিন, ইবরাহীম খাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শাহরিয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আনোয়ার হোসেন তালুকদার, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মহিউদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার বাবু, ফলদা শরিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন খান, সাংবাদিক মিজানুর রহমান, ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি খাইরুজ্জামান ভূঁইয়া, উদীচি শিল্পগোষ্ঠী ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ছারোয়ার লাভলু, বিশিষ্ট লেখক মামুন তরফদার, লোকমান ফকির ডিগ্রি কলেজের প্রভাষক শামসুল হক সবুজ, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম সরকার, অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রেজওয়ানুল করিম রানা, রোকনুজ্জামান রনি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও অত্র সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. রনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত