বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
নারীর ওপর সহিংসতার প্রতিবাদে ডোমারে মানববন্ধন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:২০ PM
দেশজুড়ে নারীদের ওপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নীলফামারীর ডোমার উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ডোমার রেলগেট বাজারে সংগঠন "নবজাগরণ, ডোমার"-এর আয়োজনে এবং "হৃদয়ে ডোমার"-এর সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ডোমারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সমাজের সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আর এল একাডেমী কোচিং সেন্টারের পরিচালক শহীদুল ইসলাম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানা, ছাত্র প্রতিনিধি শরীফ আহমেদ, অর্নব আলিফ প্রমুখ। বক্তারা নারীদের প্রতি সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা বলেন, দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে, অথচ অপরাধীরা বারবার আইনের ফাঁক ফোকরে বেরিয়ে যাচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে নারীদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শেষে আয়োজক সংগঠন "নবজাগরণ, ডোমার"-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত