তথ্য চাওয়া নিয়ে সংঘাতের জেরে নাটোরের সিংড়া থেকে গ্রেপ্তার হওয়া দৈনিক সমকালের সিংড়া উপজেলা প্রতিনিধি আব্দুর রশিদ জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর দেড়টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সারোয়ার জাহানের আদালত তাকে জামিন দেন।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সিংড়া উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে গত বছর করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি করেছিলেন উপজেলার ইতালি ইউনিয়নের বিএনপি নেতা আনিসুর রহমান
স্থানীয় সাংবাদিকরা অভিযোগ করেছেন, তথ্য অধিকার আইনে খাসপুকুরের তথ্য চাওয়া নিয়ে সিংড়া উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার সঙ্গে আব্দুর রশিদের বাগবিতণ্ডার জেরেই এ গ্রেপ্তার।
সাংবাদিক আব্দুর রশিদের গ্রেপ্তার এবং আদালত চত্বরে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নাটোর জেলা সাংবাদিক সমাজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় সাংবাদিকরা সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক এবং প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার প্রত্যাহারের দাবি জানান।
সাংবাদিক নেতারা বিক্ষোভ থেকে গ্রেপ্তারের ঘটনায় দায়ী প্রশাসনিক কর্মকর্তাদের প্রত্যাহার ও আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত সাবেক পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিচার দাবি করেন।