কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির গাড়ি খাদে পড়ে নাজমুল হাসান নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও চারজন সদস্য।
গত রাত আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্য ফাঁড়ি থেকে ডিউটির গাড়িতে রওনা দেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা কনস্টেবল নাজমুল হাসান নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে সেখান থেকে পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর সদস্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।