রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:২২ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে শখের বসে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন জাকারিয়া হোসেন (৩২)। কিন্তু সেই স্বপ্ন এক রাতেই ধূলিসাৎ হয়ে গেছে দুর্বৃত্তদের নিষ্ঠুরতায়। রাতের আঁধারে তার পুকুরে বিষ প্রয়োগ করে কে বা কারা প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি করেছে।

ভুক্তভোগী জাকারিয়া হোসেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলীয়া পূর্বপাড়ার বাসিন্দা ও মৃত আব্দুর বারীকের ছেলে। তিনি স্বপ্ন দেখেছিলেন মাছ চাষ করে নিজের ভাগ্য পরিবর্তন করবে কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকারিয়া ৮০ হাজার টাকা দিয়ে কয়েক বছরের জন্য পুকুরটি চুক্তিবদ্ধ করেন মাছ চাষের জন্য। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রম করে তিনি পুকুরে ১০ প্রজাতির মাছ চাষ করছিলেন। কিন্তু (১২ মার্চ) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে তিনি পুকুরের পানিতে ভাসতে থাকা মৃত মাছ দেখতে পান। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।

স্থানীয় কাইয়ুম নামের এক যুবক বলেন, জাকারিয়া অনেক কষ্ট করে এই মাছ চাষ করছিল। তার সফলতা দেখে আমরা সবাই অনুপ্রাণিত হচ্ছিলাম। কিন্তু যারা এই কাজ করেছে, তারা খুবই অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত অপরাধীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা।

স্থানীয় শান্ত নামের আরেক ব্যক্তি বলেন, এটি শুধু জাকারিয়ার ক্ষতি নয়, পুরো গ্রামের জন্য একটি দুঃখজনক ঘটনা। কেউ শখ করে কিছু শুরু করলেই যদি এভাবে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কারো কিছু করার সাহস থাকবে না।

ভুক্তভোগী জাকারিয়া হোসেন বলেন, আমি অনেক কষ্ট করে এই মাছ চাষ শুরু করেছিলাম। আমার জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছি। কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল। কে বা কারা এমন শত্রুতা করল, বুঝতে পারছি না। এতে আমার প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। তারা এসেছিলো দেখতে। আমি এখন এর বিচার চাই।

এ বিষয়ে ভূঞাপুর থানার এএসআই সুমন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরটি পরিদর্শন করেছি। বিষয়টা ওসি স্যারকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত