সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দলমত নির্বিশেষে সবার অধিকার রক্ষায় কাজ করবে সরকার: তথ্য উপদেষ্টা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:৫৫ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন সবার উচিত দল মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। 

আজ শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়াম হলে আয়োজিত ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ইসলামিক নন ইসলামিক সকল আঙ্গিকের মানুষের জন্য রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা কাজ করবেন। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবে। 

উল্লেখ্য, মাহফুজ আলম তা’মীরুল মিল্লাতের একজন প্রাক্তন শিক্ষার্থী। তবে তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে মাহফুজ আলমের আগমনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় বলে জানা গেছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা'মীরুল কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আলম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত