মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
চার বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধ'র্ষণের চেষ্টা
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:২৯ PM
চার বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে তার মাকে (২৬) ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। একপর্যায়ে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গত রাত সাড়ে ৮টার দিকে যশোর সদরে পল্লিতে এই ঘটনা ঘটে। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী নারীর বোন জানিয়েছেন, দুর্বৃত্তদের মধ্যে একজনকে চেনা গেছে। সে একই এলাকার আলমগীরের ছেলে হাসান। হাসান তার ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে যেতো।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিতে যায়। সাড়ে ৮টার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এ সময় ওই নারী রান্না করছিলেন। তারা ঘরে ঢুকে তার চার বছর বয়সী মেয়েকে জিম্মি করে গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। 

ভুক্তভোগী নারী এসময় চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। চিৎকার শুনে একপর্যায়ে এলাকাবাসী ছুটে এলে নারীর বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী নারীর হাতের একপাশ দিয়ে ছুরি ঢুকে আর এক পাশ দিয়ে বের হয়ে গেছে। আর শিশুটির গলায় ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দুইজন জড়িত রয়েছে৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি৷
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত