মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাজধানীতে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৪২ PM
শাহবাগ থানাধীন দুটি পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আজ সোমবার সকালে অজ্ঞাত ওই ব্যক্তিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।

ঢাকা মেডিকেলের বহির্বিভাগের কর্মী ফুল মিয়া বলেন, আজ সকালে বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে অচেতন অবস্থায় এক লোককে পড়ে থাকতে দেখি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই। আশেপাশের লোকদের জিজ্ঞেস করে ওই ব্যক্তির সম্পর্কে কিছু জানতে পারিনি।

এছাড়াও হাইকোর্ট মোড় থেকে দুখু মিয়া (৩০) নামে এক যুবককে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়। আজ সকাল ১০টার দিকে পরীক্ষা করে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রমজান আলী বলেন, আজ সকালের দিকে ওই যুবককে অচেতন অবস্থায় হাইকোর্টের মোড়ে পড়ে থাকতে দেখি। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক জানান ওই যুবক বেঁচে নেই।

তিনি আরও বলেন, মৃত যুবকটি অনেকদিন যাবৎ হাইকোর্ট এলাকায় ঘোরাফেরা করত। তার নাম দুখু মিয়া। আমরা তার স্বজনদের খবর দিয়েছি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকালের দিকে হাসপাতালের বহির্বিভাগ থেকে অজ্ঞাতনামা একজন এবং হাইকোর্টের মোড় থেকে এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত