আজ ঝালকাঠি সফর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ।
সোমবার (১৭ মার্চ) তিনি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ সেলিমের কন্যা সন্তানকে দেখতে যান এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। পথসভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদস, এডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল।
ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ।
জামায়াত আমির ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং জালিমদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
পরে তিনি শহীদ সেলিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় তিনি শহীদ সেলিমের স্ত্রী সুমি আক্তারের কোলে নবজাতক কন্যা শিশুকে দেখে আবেগাপ্লুত হন। শিশুটির জন্ম গত ৯ মার্চ (রমজান মাসে) হওয়ায় এবং তার বাবার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে, তিনি তার নাম সাইমা সেলিম প্রস্তাব করেন, যা পরিবারের সদস্যরা গ্রহণ করেন। জেলা জামায়াতের নেতাকর্মীদের সবসময় শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তার ও কন্যা সন্তানের খোঁজখবর রাখতে বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী শিশুটির লালন-পালন, শিক্ষা ও ভবিষ্যতে তার বিবাহসহ যাবতীয় ব্যয়ভার বহন করবে। তিনি বলেন, এই সন্তান জাতির সম্পদ। শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। শহীদ সেলিমের পরিবারের পাশে আছি এবং থাকব।