সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, কবিরাজ গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৭:৪৭ PM আপডেট: ১৭.০৩.২০২৫ ৮:১১ PM
নেত্রকোণায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চিকিৎসার কথা বলে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে, রাতে ওই কিশোরীর মা থানায় অভিযোগ দেন।

সোমবার দুপুরে নেত্রকোণা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেপ্তার কবিরাজ আব্দুল হামিদ জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সিরাজ আলী মুন্সীর ছেলে। তিনি নেত্রকোণা শহরের নেওয়াজনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি শহরের সার্কিট হাউসের সামনে একটি কবিরাজি দোকান চালাতেন এবং কবিরাজি চিকিৎসা করতেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা পৌর শহরের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত সোমবার বেলা ১১টার দিকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার রাতে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই অভিযুক্তকে পৌর শহরের নেওয়াজনগর ভাড়া বাসা হতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। 

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, ওই কবিরাজকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কবিরাজ হামিদ সব জায়গায় নিজেকে মানবসেবক, বৃক্ষপ্রেমী ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত