বান্দরবানের লামায় রাবার ফ্যাক্টরি স্থাপনে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বির্পযয়ের আশাঙ্কায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাঝ করছে। উপজেলার সরই ইউনিয়নে আন্ধারী খালে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণ পক্রিয়া শুরু করায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা।
অভিযোগ সুত্রে জানা গেছে, সরই ইউনিয়নে আন্ধারী খালের উৎপত্তিস্থলে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক পক্রিয়া শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফ্যাক্টরির কার্যক্রম শুরু হলে স্থানীয় কয়েক হাজার পাহাড়ি বাঙালি জনসাধারণের কৃষি, মৎস্য চাষ ও দৈনন্দিন প্রয়োজন পূরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষিত হবে। এছাড়া কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে।
আন্ধারী খালের পাশের মুরুং পাড়ার প্রধান কারবারি রুমতুই মুরুং বলেন, এই খালটি আমাদের জীবন জীবিকার অন্যতম সহায়ক। খালটি সুপীয় পানির একমাত্র উৎস। লামা রাবারের এক হাজার ছয়শত একর জমি থাকতে খালের উৎপত্তিস্থলে কেন ফ্যাক্টরি বানাতে চায়?
৮ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার আব্দুল হালিম বলেন, লামা রাবারের উচিত অন্য স্থানে ফ্যাক্টরি নির্মাণ করা। না হলে রাবার ফ্যাক্টরির বর্জ্য খালের পানি দূষিত করবে।বর্জ্য মিশ্রিত খালের পানি দিয়ে চাষাবাদ ও দৈনন্দিন কাজে ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি এবং পানির উৎস নষ্ট হয় এমন কাজ করতে দেয়া হবেনা। স্থানীয় লোকজনের অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।