সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
আ.লীগ নেতা কারাগা‌রে, নদীতে মিলল ছেলের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৪১ PM
ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। গতকাল কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌ উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের ধনারচর চ‌রের গ্রাম থে‌কে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত যুব‌কের নাম আ‌রিফুল ইসলাম (২২)। ‌তি‌নি ধনারচর চ‌রের গ্রা‌মের সুরুজ্জামাল মিয়ার ছে‌লে। সুরুজ্জামাল উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণাল‌য়ের সা‌বেক প্রতিমন্ত্রী জা‌কির হো‌সে‌নের ‘বড় ভাই’ হি‌সে‌বে প‌রি‌চিত। তি‌নি বর্তমা‌নে কুড়িগ্রাম কারাগা‌রে র‌য়ে‌ছেন।

নিহত আ‌রি‌ফের লাশের পা‌শে এক‌টি ডি‌ঙি নৌকায় মাদক সেব‌নের আলামত পে‌য়ে‌ছে পু‌লিশ। পা‌শে এক‌টি ভুট্টাক্ষে‌তের ভেতরে সংঘবদ্ধ একা‌ধিক ব্যক্তির মাদক সেব‌নের আলামত পাওয়া গে‌ছে। ত‌বে আ‌রিফ মাদকসেবী‌দের সঙ্গী, না‌কি তা‌দের হামলার শিকার হয়েছেন- তা নি‌শ্চিত হওয়া যায়‌নি।

নিহত আরি‌ফের বড় ভাই আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘আ‌রিফ ট্রাক্টর চালায়। আগের দিন রা‌তে গা‌ড়ি চা‌লি‌য়ে বাসায় ফে‌রে। সে‌হেরি খে‌য়ে ভো‌রে আবার গা‌ড়ি নি‌য়ে বের হয়। কিন্তু সকা‌লে তার ভাসমান লাশ দেখ‌তে পাই। আমার বড় ভাই গি‌য়ে লাশ ডাঙায় তো‌লে। প‌রে পু‌লিশ এ‌সে লাশ ও আলামত উদ্ধার ক‌রে নি‌য়ে যায়। আমার ভাই‌কে মে‌রে পা‌নি‌তে ফেলে দেওয়া হ‌য়ে‌ছে।’

ভুট্টাক্ষে‌তে মাদক সেব‌নের আলামত পাওয়ার বিষয়ে আ‌নোয়ার ব‌লেন, ‘যারা আমার ভাই‌কে মে‌রেছে তারা মাদক সেবন ক‌রে‌ছিল। আমা‌দের স‌ন্দেহ তারা আমা‌দের গ্রা‌মের বা‌সিন্দা। আ‌গে থে‌কে শত্রুতার ব‌শে ভাই‌কে মে‌রে ফেলেছে। এরপর নৌকার আড়া‌লে লাশ ফেলে রেখেছে। আমরা মামলা কর‌বে।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত