রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধ'র্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৮:৫২ PM
কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রবিন (১৫) নামে এক কিশোরকে আটক করার কথা জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। গতকাল দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়।

ভুক্তভোগী শিশুটির এক আত্মীয় জানান, একটি স্কুলের নার্সারিতে পরে সে। গতকাল দুপুরে দিকে বাসার পাশে খেলার সময় রবিন নামের এক কিশোর কৌশলে ডেকে নিয়ে নির্জন জায়গায় পাশবিক নির্যাতন চালায়। পরে বিষয়টি জানাজানি হয়। অসুস্থ অবস্থায় প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড ) হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে। পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গত রাতে ধর্ষণের অভিযোগে অসুস্থ অবস্থায় ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি শিশুকে হাসপাতালে আনা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে শিশুটির চিকিৎসা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত