সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বগুড়ায় পরকীয়া প্রেমিকা হত্যা: হবিবর মন্ডলের যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪:১১ PM
বগুড়ায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে একমাত্র আসামি হবিবর মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত হবিবর মন্ডল বগুড়ার সোনাতলা উপজেলার রাখালগাছি এলাকার মৃত তোফাজ্জল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ।

মামলার বরাত দিয়ে পিপি জানান, গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুরহাট গ্রামের বাসিন্দা আজিবর রহমানের মেয়ে জয়তারা বেগমের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি বাবার বাড়িতে থেকে দর্জির কাজ শুরু করেন। এ সময় হবিবর মন্ডল, যিনি আগে থেকেই দুই সন্তানের জনক ও দুই স্ত্রীর স্বামী, জয়তারার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

পরকীয়ার একপর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে হবিবর জয়তারাকে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আসতে বলেন। পরে তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে দুই স্ত্রীর সঙ্গে জয়তারার ঝগড়া বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে হবিবর জয়তারাকে মাঠে নিয়ে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি জয়তারাকে গলাটিপে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান।

ঘটনার দুই দিন পর পুলিশ জয়তারার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জয়তারার বড় ভাই দুলু ব্যাপারী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে হবিবরকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত পাঁচ বছর পর এ মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।


 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত