সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মা-মেয়ের পরকীয়ার বলি শাহরাস্তির আলমগীর, আটক ২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৪৫ PM
চাঁদপুরের শাহরাস্তির উপজেলার মনিপুর গ্রামে প্রবাসীর বাড়ীর ছাদে দিনমজুর আলমগীর হোসেনকে (৩৫) হত্যাকাণ্ডের ঘটনায় ওই বাড়ীর মালিক মানিকের স্ত্রী ও তার মেয়েকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বাড়ির মালিক আবুল হোসাইন মানিকের স্ত্রী খোদেজা বেগম পান্না (৫০) ও কন্যা মাহমুদা আক্তার সোনিয়া (২৭)।

সোমবার (১৭ মার্চ) দিনগত রাত ৮টার দিকে ওই গ্রামের ছোলাইমান মাষ্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। পরে রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মা ও মেয়ের সাথে টাকা পয়সা লেনদেন ও পরকীয়া ছিলো নিহত আলমগীরের। মুলত এ সব কারণে ক্ষুব্ধ হয়ে আলমগীরকে মাও মেয়ে কুপিয়ে হত্যা করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, আলমগীরকে হত্যার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা খোদেজা বেগম ও মেয়ে মাহমুদা আক্তার সোনিয়া স্বীকারোক্তি দিয়েছে।

মামলার এজাহার থেকে জানাযায়, নিহত আলমগীর হোসেন মাহমুদা আক্তার সোনিয়া’র নিকট ষোল লক্ষ টাকা পাওনা ছিল। সোনিয়া বাদীর ভাই আলমগীর হোসেনকে পাওনা টাকা নেয়ার জন্য সোমবার সন্ধ্যায় ফোন াকরে তাদের বাড়ীতে যেতে বলেন। পরে রাতে তারাবির নামাজের সময় সোনিয়া ও সোনিয়ার মা খোদেজা বেগম পান্না মিলে বিল্ডিংয়ের ছাদে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানান, আসামীদের কাছ থেকে বাদীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নিহত আলমগীরের ভাই মিজানুর রহমান বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং-১৫, তারিখ-১৮/০৩/২০২৫ ইং,

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়েছে। আশা করি খুব শীঘ্রই ঘটনার মূল রহস্য উদঘাটন ও  আরো কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত