শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জাককানইবি’র মানববন্ধন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৭:৩৪ PM আপডেট: ১৯.০৩.২০২৫ ৭:৪২ PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি ) শিক্ষার্থীরা। 

১৯ মার্চ (বুধবার) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে তারা।পরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ থেকে শুরু করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন।

মিছিলে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিন মুক্তি পাক, গাজাবাসী মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক, গাজাবাসী মুক্তি পাক,ইসরাইলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা ।

এ সময় উপস্থিত শিক্ষার্থীর বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি হতে হবে। তাই বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত