রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৫১ PM
পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীদ গ্রুপের সদস্য নিহত ও আহত হয়েছে এক নারী।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম সুবি ত্রিপুরা, এ ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান, জেএসএস সন্তু গ্রুপের ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাইন্দংয়ের হেডম্যান পাড়ায় হানা দিয়ে সেখানে সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য সুবি ত্রিপুরা (৩৫) নিহত হন। 

এছাড়া সন্ত্রাসীদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন তারাবতী ত্রিপুরা (২০) কপালে জখম হয়ে আহত হয়েছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনার বিষয়টি শুনেছি ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় এখনো নাম ঠিকানা এখনো জানাযায়নি। তবে পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত