কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছে। এ সময় অভিযুক্ত ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে।
জানা গেছে, এলাকার পঞ্চাশোর্ধ্ব মানসিক প্রতিবন্ধী এক নারীকে মাছ দেয়ার কথা বলে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)। পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বিকাল তিনটার দিকে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।
ভুক্তভোগীর ছোট ভাই জানান, তার বোন জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়ে হয়নি। তাদের বাড়ির পাশে একটি বিল আছে। সেখানে প্রতিদিন জেলেরা মাছ ধরে। তার বোন মাঝে মধ্যে গেলে তারা মাছ দেয়। মঙ্গলবার সকালেও একইভাবে মাছের জন্য গিয়েছিল।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা চলছে।