শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
ট্রেনে ডাকাতির পর অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:১৮ PM আপডেট: ১৯.০৩.২০২৫ ৯:২৬ PM
রিমঝিম মিত্র, ওপার বাংলার টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ। প্রায় দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার তার। কাজ করেছেন একাধিক নাটক ও টেলিফিল্মে। বর্তমানে একটি বহুল প্রচারিত টিভি সিরিয়ালের  খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি। 

খলনায়িকার চরিত্রে অভিনয় করা রিমঝিমের কাছে এক চ্যালেঞ্জের ব্যাপার। কারণ ব্যক্তিজীবনে রিমঝিম এখনও অবিবাহিত। কারো সঙ্গেই সংসার পাতেননি তিনি। প্রিয়জন বলতেই কেবল মা। 

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বাড়ি রিমঝিমের। একটি অ্যাপার্টমেন্টে মাকে নিয়ে থাকেন অভিনেত্রী। সেই রিমঝিমের কাছেই একবার এসেছিল বিয়ের প্রস্তাব। তবে সেটা যেন তেন প্রস্তাব নয়, ডাকাতদলের প্রস্তাব!

সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টকশোতে এসেছিলেন তিনি। সেই টক শোতে অভিনেত্রী জানিয়েছেন, ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন। 

অভিনেত্রী রিমঝিম মিত্র দুর্দান্ত ভালো নাচেন। মমতা শঙ্করের ব্যালেট ট্রুপে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন তিনি। তেমনই এক নাচের অনুষ্ঠান করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন রিমঝিম।

অভিনেত্রী বলেন, ‘ট্রেনে চড়ে ঝাড়খণ্ডে যাচ্ছিলাম আমরা। মমতা শঙ্কর তার দলের মেয়েদেরকে একসঙ্গে নিয়ে বসে ছিলেন একটি কামরায়। হঠাৎই মাঝপথে ট্রেন থেমে যায়। আমি এবং আমার এক বান্ধবী টয়লেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন থেমে গেছে। টয়লেটের বাইরে বেরিয়ে দেখি মম মাসির স্বামী এবং আমাদের নাচের দলের একজন আসছেন হন্তদন্ত হয়ে। তার মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে।’

“তাকে দেখেই চমকে গেলাম। তিনি আমাদের এসেই জিজ্ঞেস করলেন, ‘ওরা আসেনি তো এখানে?’ আমি পাল্টা প্রশ্ন করলাম, ‘ওরা মানে কারা?’ তিনি জানালেন, ট্রেনে একদল ছেলে আমাদেরকে দেখে মোহিত হয়েছিল। তারা সবাই ডাকাত। ট্রেন থামিয়ে ডাকাতি করছিল।”

রিমঝিম যোগ করেন, “এসময় মম মাসির স্বামী আমাদের দু’জনকে বাথরুমেই ঢুকে যেতে বলেন। বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাকো। ওদেরকে বিয়ে করব, সংসার করব।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত