মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সমকামী প্রেমে ঘর ছাড়লেন নাটোরের দুই কলেজছাত্রী
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:৫০ PM
নাটোরের কলেজপড়ুয়া দুই কিশোরীর মধ্যে চলছিল সমকামী প্রেম। এ নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হলে একে-অপরের সঙ্গ ছাড়তে চাপ দেয়া হয়। 

গত একবছর ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে কাউকে না জানিয়ে বাড়ি ছাড়লেন তারা। এসময় তাদের নিজেদের মোবাইলও বন্ধ পাওয়া যায়।

এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দুইজনই এবছর স্থানীয় দুইটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে।
 
নিখোঁজ কিশোরীদের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্কুলজীবন থেকেই বন্ধুত্ব গভীর হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।

প্রথমে তাদের মাঝে চিঠির মাধ্যমে যোগাযোগ চললেও পরবর্তীতে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক আরো নিবিড় হয়ে ওঠে। বিষয়টি পরিবার জানতে পারলে তাদের আলাদা হতে চাপ প্রয়োগ করা হয়। তবে পরিবারের বাধা সত্ত্বেও তারা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে।

এরপর গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হওয়ার পর থেকে তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এর আগেও একবার এমন হয়েছিল। গতকাল থেকে তারা দুইজনই নিখোঁজ। আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত