কিশোরগঞ্জের শহরের একরামপুর এলাকায় ভাঙারির দোকান থেকে উদ্ধার হওয়া সেই মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মারিয়া এলাকায় ওই মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে ওই এলাকায় কেঁপে ওঠে বলে জানান সদর থানার পরিদশক তদন্ত মো. টুটুল উদ্দিন। এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙারির দোকানে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টারশেল দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া। এরপরই তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারির দোকানটি ঘিরে রাখে। এরপর খবর দেয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালুভর্তি একটি বালতিতে রাখে। নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রাখে।
এরপর গতকাল বিকেল ৩টায় টাঙ্গাইল ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল এসে ওই মর্টারশেলটি উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মারিয়া এলাকায় ওই মর্টার শেলটি নিষ্ক্রিয় করে।
পুলিশের ধারণা অন্যান্য লোহা–লক্কড়ের সঙ্গে কেউ এটি ভাঙারি দোকানে বিক্রি করেছে। দোকানটিতে লোহা–লক্কড় বিক্রেতাদের তালিকা সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশ।