সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:১১ PM
ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬ টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক এস.আই. নাজিম উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল, অপরদিকে ঢাকা থেকে আসা একটি চাউলবাহী ট্রাক উত্তরবঙ্গের দিকে রওনা হয়। পথিমধ্যে হাতিয়া এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনায় চাউলবাহী ট্রাকের চালক নিহত হন এবং তার সহকারী গুরুতর আহত হন। অপর ট্রাকের চালক এবং হেল্পারও আহত হন। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

এ দুর্ঘটনার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় নিশ্চিত হলে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত