সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
‘হৃদয়ে শ্রীমঙ্গল’র উদ্যোগে ১২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:১৮ PM
শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম সমন্বয়ক ফয়সল আহমেদের সভাপতিত্বে ও সমন্নয়ক মো. আব্দুল মজিদ, সমন্বয়ক আব্দুর রহমান খান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রাকিব রাজু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়ক মো. মোবারক হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমন্নয়ক উপদেষ্টা মোছাববির আলী মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন জিপু, সমন্নয়ক রুবেল আহমেদ, সহযোগী সমন্নয়ক নিয়াজউদ্দীন খোকন। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ, চানা ডাল ইত্যাদি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত