সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নড়াইলে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭:৪৩ PM
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত দশ বছরের স্কুলছাত্রীর নাম আয়শা খনম। সে কিশোরগঞ্জ জেলার রফিক শেখের মেয়ে। সে স্থানীয় পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। 

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামের পাশে নবগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত আয়শার মা ও বাবা সৌদি প্রবাসী। ছোট বেলা থেকে সে পাঁচুড়িয়া গ্রামে তার খালু আব্দুল মান্নান শেখের বাড়িতে লালিত পালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে নবগঙ্গা নদীতে গোসল করতে যায়। পরে সে নদীর পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত