টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সিলিং কেটে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যামানের ঔষধ।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার দিঘর ইউনিয়নের হামিদপুর বাজারের আমিনা মডেল মেডিসিন সপ নামক একটি ঔষধের দোকানে এ ঘটনাটি ঘটেছে।
আমিনা মডেল মেডিসিন সপ দোকান মালিক একেএম ফজলুল হক জানান, বুধবার (১৯ মার্চ) রাতে দোকান মালিক তার ঔষধের দোকান তালাবদ্ধ করে বাসায় চলে যায়। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় এসে দেখতে পায় তার দোকানের সিলিং কেটে অজ্ঞাত চোরের দল চুরি করে নিয়ে গেছে দোকানে রাখা কিছু নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকা মূল্য মানের নানা ঔষধ।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।