বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) করপোরেট কর হার ২.৫ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের মধ্যে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কর হার ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাথে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় বিসিআই এই প্রস্তাব তুলে ধরে।
বিসিআই তাদের বাজেট প্রস্তাবে উল্লেখ করেছে যে, ভারতে বার্ষিক করমুক্ত আয়সীমা ১২ লাখ রুপি। মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় ২০২৫-২৬ করবছরের জন্য বর্তমান ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত সীমা এবং বিদ্যমান আয়করের হার পুনর্নির্ধারণ করার প্রস্তাব করেছে।
বিসিআই মনে করে যে, দেশে উচ্চ করহার নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করে। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব ও সহনশীল করপোরেট কর হার নির্ধারণ করা জরুরি। বিসিআই এর মতে, বাংলাদেশের করপোরেট কর হার পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক বেশি, তাই কোনো শর্ত ছাড়াই আড়াই শতাংশ কমিয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য ২৫ শতাংশ এবং পাবলিক ট্রেডেড কোম্পানির জন্য ২০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে স্থানীয় ব্যবসা পরিবেশে উৎসাহিত হবে এবং দেশের বিনিয়োগে সহায়ক ভূমিকা পালন করবে।
এসময় পেপার মিলস অ্যাসোসিয়েশন স্থানীয় বাজার সুরক্ষিত রাখতে কাগজ আমদানিতে কর বাড়ানোর প্রস্তাব করেছে। তবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এ বিষয়ে পত্রিকা মালিকদের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং জাতীয় স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেয়া হবে।