রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:১৭ PM
চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যশোরের অভয়নগর থানার একটি মামলার রায়ে শামীম হাসান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। 

আজ বৃহষ্পতিবার বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ গোলাম কবির এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত দন্ডপ্রাপ্ত শামীম হাসান যশোরের অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি আব্দুল লতিফ লতা সাংবাদিকদের বলেছেন,শামীমের চাচাতো বোন গত ২০২০ সালে জেএসসি পাশ করে। ওই কিশোরী মাঝে মধ্যে শামীমের মোবাইল থেকে ভিডিও গান আদান-প্রদান করতো। ওই বছর ১৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শামীম ফোন করে ভিডিও গান নেওয়ার জন্য মেয়েটিকে তার বাড়িতে ডেকে নেয়। 

তার বসত ঘরে প্রবেশ করার সাথে সাথে শামীম ঘরের দরজা ভিতর থেকে আটকাইয়া দেয়। এরপর মুখে চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনার বিষয় কাউকে কোন কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। মেয়েটি বাড়ী ফিরে তার বোন ও পিতাকে জানায়। এরপর ওই দিনই অভয়নগর থানায় শামীম হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

পিপি আব্দুল লতিফ লতা আরো বলেন,২০২১ সালের ৩০ নভেম্বর এ মামলায় শামীম হাসানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি শামীম হাসানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন বিচারক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত