সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
জুলাই অভ্যুত্থানে শহীদের মেয়েকে গণ ধর্ষণের মূলহোতা গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৩:৫৪ PM
গণ অভ্যুত্থানে শহীদ হওয়া এক ব্যক্তির মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূলহোতা সিফাত মুন্সিকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ ধর্ষণ মামলায় দুই জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে পিরোজপুরের নাজিপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি মো. জসিম উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাচ্ছিলেন। সে সময় একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সি (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (২০) ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সী (১৯) জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সির নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে। পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি। এ ঘটনা কাউকে বললে ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা চলে যায়।

এরপর গত বুধবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে (১৭) ওইদিনই গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জসিম উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহার করে এ ঘটনার মূলহোতা মো. সিফাত মুন্সিকে তার নানা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত