সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৪৫ PM
লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে ও গলায় অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় রাতেই ওই গ্রাম থেকে নাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে হৃদয়কে গ্রেপ্তার করা হয় বলে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ জানান।

গ্রেপ্তার ২০ বছর বয়সী হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী নারী বলেন, স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন তিনি। ওই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শিশু সন্তানকে নিয়ে হৃদয়ের বাড়িতে যান। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে ঢুকতেই পেছন থেকে থেকে মুখ চেপে ধরে তার হাত-পা বেঁধে ফেলে। এক পর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করা করে হৃদয়।

তিনি বলেন, এর মধ্যে শিশুটি কান্না করে উঠলে তাকে পাশের ঘরে নিয়ে আটকে রাখে হৃদয়। সেই সুযোগে হাতের বাঁধন খুলে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু হৃদয় তাকে উঠানে ধরে মুখে আঘাত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত