মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টঙ্গীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৪২ PM
গাজীপুরের টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি রুহুল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব- ১ ও ১০ এর সদস্যরা।

শুক্রবার (২১ মার্চ) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব সদস্যরা আসামি রুহুল আমিনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের যৌথ অভিযানিক দল মুন্সিগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গী বাড়ি থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। সে শিলমুন পশ্চিম পাড়া এলাকায় জনৈক মজিবর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।

র‍্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা-আবর্জনা পরিস্কারের কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় সে। বিষয়টি জানাজানি হলে স্থানীদের সহযোগীতায় ঘটনার দশ দিন পর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা আবুল কালাম। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত