সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দুই সন্তানের বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:০০ PM
রাঙামাটির লংগদুতে বিয়ের আশ্বাসে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবক বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা লংগদু থানায় অভিযোগ করেন। ঘটনাটি রাঙামাটির লংগদু উপজেলায় ঘটে। অভিযুক্ত মনির (৩০) দুই সন্তানের জনক।

কিশোরীর বাবা বলেন, বুধবার রাতে হঠাৎ মেয়েকে খুঁজে না পেয়ে মনিরের বাসায় যাই। সেখানে গিয়ে তাকে খোঁজ করলে মনিরের স্ত্রী জানায়, আসেনি। আমার স্বামী তামাক ক্ষেতে আছে। তখন সন্দেহ হলে তামাক ক্ষেতে খুঁজতে গেলে মনির মানুষ দেখে পালাতে চেষ্টা করে। তারপর এলাকার লোকজন তাকে আটক করেন। স্থানীয়রা চাপ প্রয়োগ করলে মনির স্বীকার করে ওই কিশোরী তামাকের চুলায় আছে। পরে পরিবারের লোকজন মেয়েকে সেখান থেকে উদ্ধার করে।

কিশোরীর বাবা বলেন, স্থানীয় মাতবররা মামলা মোকদ্দমা না করার পরামর্শ দেন, এলাকায় বসে সমাধান করার কথা বলেন। কিন্তু সুকৌশলে অভিযুক্তকে পালিয়ে যেতে সহযোগিতা করে হেফাজতে রাখা লোকজন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে খুঁজে পায়নি। মামলা রুজু করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, কিশোরীর বাবা রাতেই থানায় আসার পর ধর্ষককে গ্রেফতার করতে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু আসামি পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত