সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
খুলনায় মশা নিধনের দাবিতে মশারি টানিয়ে বিক্ষোভ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:৩৩ PM
মশা নিধন ও মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে ধূপ ও কয়েল জ্বালিয়ে এবং মশারি টানিয়ে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যতিক্রমী এই কর্মসূচির আয়োজন করে খুলনা নাগরিক সমাজ।

বক্তারা বলেন, নগরীতে বর্তমানে মশা এতটাই বেড়েছে যে রাতে কিংবা দিনে কোথাও দাঁড়ানো বা বসার সুযোগ নেই। বাসাবাড়িতে সব সময় কয়েল জ্বালিয়ে রাখতে হয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটার পাশাপাশি বাড়ছে সবার স্বাস্থ্যঝুঁকি। কিন্তু সিটি করপোরেশন বরাবরের মতোই কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। নামমাত্র ধোঁয়া আর তেল ছিটানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

এ সময় বক্তারা আরও বলেন, পরিস্থিতি বর্তমানে এতটাই খারাপ যে নগরবাসীর জীবন একেবারে বিষিয়ে উঠেছে। সে কারণেই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আ ফ ম মহসীন। সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এছাড়াও বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও নাগরিক নেতারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত