রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
কালীগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮:৫১ PM
গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জে চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার বিরতুলে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 

শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘ ও স্থানীয় বিএনপি সমর্থক গোষ্ঠি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো. মনির উদ্দিন মোল্লা। 

প্রতিবাদ মিছিলটি বিরতুলের কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কৃষকদল নেতা নজরুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা রুকুন উদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়া, যুবদল নেতা আলী হোসেন মোল্লা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন, আলী হোসেন সরকার প্রমুখ।

এ সময় শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত