সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
দখলবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৩:৩৫ PM
যশোরের মণিরামপুরে হরিদাসকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাঠি এলাকায় ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও সংখ্যালঘু পরিবারের এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

পরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে। খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ জররী সভা করে আরজান হোসেনকে বহিষ্কার করেন। 

আরজান হোসেন জানান, বহিষ্কারের কথা তিনি শুনেছেন। তবে কপি হাতে পাননি।

উল্লেখ্য, গত ১৯ মার্চ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবুর উপস্থিতিতে মণিরামপুর উপজেলা বিএনপির জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় হুশিয়ারি দেওয়া হয় বিএনপির যেকোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমানিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ ঘোষণার মাত্র তিনদিন পর প্রথম বহিষ্কার করা হলো আরজান হোসেনকে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত