শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিল নাকি খুন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৩:৫২ PM
ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপু্তের মৃতদেহ বান্দ্রায় নিজ ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর ভক্তদের মনে প্রশ্ন ওঠে, সুশান্ত আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে? 

এ ঘটনায় পুরো ভারতজুড়ে তৈরি হয় তোলপাড়। সুশান্তের পরিবার এবং অগণিত ভক্ত সিবিআই তদন্তের দাবি তুলেছিল। এরপর শুরু হয় তদন্ত। প্রায় সাড়ে চার বছর পর, সিবিআই সুশান্তের মৃত্যুর রহস্য সমাধানে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে। 
বান্দ্রার ফ্ল্যাট থেকে ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শুরুতে অভিনেতার প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম আসে এই মৃত্যুর সঙ্গে। তার বিরুদ্ধে মাদক সরবরাহ, মানসিক নির্যাতন, টাকার জন্য চাপ দেওয়া এবং কালোজাদুর মতো অভিযোগ ওঠে।

পরিবার সরাসরি তাদের ছেলের মৃত্যুর জন্য রিয়ার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে। ২০২০ সালের অগস্টে বিহার পুলিশ থেকে তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ চার বছরের তদন্ত শেষে সিবিআই সুশান্তের মৃত্যুতে ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে। 
প্রকাশিত সিবিআই রিপোর্টে আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে। তারা এমন কোনও প্রমাণ পায়নি, যা থেকে বোঝা যায় সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছিল। ফলে রিয়া চক্রবর্তী এবং তার পরিবারকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও দুইটি এফআইআর থেকে রিয়া, তার ভাই সৌভিক এবং মা-বাবার নাম বাদ দিতে বলা হয়েছে। 

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সএর ফরেন্সিক টিমও রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত্যা করেছেন, ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু ছিল আত্মঘাতী। 
সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা এবং দুটি মোবাইল থেকেও কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। আগামী ৮ এপ্রিল বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। যদি সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করা হয়, তবে খুনের অভিযোগ খারিজ হয়ে যাবে। এই সময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বক্তব্যও সামনে এসেছে। 

সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিয়া বলেছেন, মামলার প্রতিটি দিক তদন্ত করা হয়েছে। তাকে নিয়ে যে মিথ্যা প্রচার চালানো হয়েছিল, তা মানসিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল। বিনা দোষে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল। প্রতিনিয়ত হেনস্থা করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত