রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
রাজধানীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৫:৩৮ PM
রাজধানীর আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

অভিযুক্তের নাম মাইনুদ্দিন। শনিবার তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

তিনি জানান, ‘আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাইনুদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।’

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আসামি মাইনুদ্দিন আমাদের একই এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ বিকাল ৪টার দিকে আমার পাঁচ বছরের মেয়েকে ফুঁসলিয়ে সে তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে আসে।

এরপর ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইনুদ্দিন আমাদের বাসার সামনে এলে মেয়েটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমি ও আমার স্ত্রীর কাছে মেয়েটি ঘটনা জানায়। অভিযুক্ত মাইনুদ্দিন অসংলগ্ন কথা বলতে থাকে। তখন তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত