সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাস করার দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৬:২৬ PM
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায়ে)  প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও সস্মারকলিপি প্রদান করা হয়েছে। 

রবিবার (২৩ শে মার্চ ) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাওলানা হাবিবুর রহমান এঁর সঞ্চালনায় ও  মাস্টার ট্রেইনার আরশারাফ উদ্দিনের সভাপতিত্বে  মানববন্ধন করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা। 

এসময় শিক্ষক ও কর্মকর্তারা বলেন পাঁচ দফা দাবি উত্থাপন করেন প্রথম দফা আউটসোর্সিং বাতিল করতে হবে। দ্বিতীয় দফা সকল জনবলকে রাজস্ব ভুক্ত করতে হবে। তৃতীয় দফা কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভূক্ত  করতে হবে। চতুর্থ দফা শিক্ষকের সম্মানে বৃদ্ধি করতে হবে। এবং পঞ্চম দফা ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। পরবর্তীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকে কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আবু সুফিয়ান,মাও: নুরুজ আলী, মাও: সিরাজুল ইসলাম, মাও: মজিবর রহমান, মাও: শিশির আহমদ সহ ৩ শতাধিক শিক্ষক ও  কর্মকর্তাবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত