শ্রীমঙ্গলে চুরি হওয়া একটি পিকআপসহ গাড়িচোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল রবিবার তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ উপজেলার সিন্দুরখান বাজারে মাহিন্দ্র পিকআপটি রেখে গাড়ির চালক তারাবী নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে চালক আর গাড়িটি পান নি। পরে গাড়ির চালক সোহেল মিয়া রমজান এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় চুরি হওয়া পিকআপ গাড়ি ( মাহিন্দ্র বলেরো মেক্সি ট্রাক) ও আসামীদের গ্রেফতারে থানা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে।
এদিকে শনিবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের চৌকস টিম উপজেলার কুঞ্জবন এলাকা থেকে গাড়িচোর মো. তোফায়েল মিয়াকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার রাত আড়াইটায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসে।
ওসি আমিনুল ইসলাম জানান, মামলার ঘটনায় জড়িত অপরাপর গাড়ি চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।