বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছে। সব সঙ্কটে, এমনকি জুলাই-আগস্টে সেনাবাহিনী দেশ রক্ষায় এগিয়ে এসেছে। এখন কেউ যদি সেনাবাহিনীকে নিয়ে বির্তক সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশের স্বপক্ষে রাজনীতি করে না। তারা অন্য দেশের দালাল। তারা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চায়।
রোববার (২৩ মার্চ) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর বেগমগঞ্জে হাজীপুরে সৌদি আরবের দাম্মাম বিএনপির আহবায়ক হাজী বাহার উল্যার উদ্যোগে অসহায়, দুস্থ এক হাজার ৫০০ পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
বুলু বলেন, বাংলাদেশে অতি শিগগিরই একটি গণতান্ত্রিক সরকার আসা জরুরি। বিএনপি এককভাবে নয়, যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। কারণ শেখ হাসিনা দেশকে এমনভাবে ধ্বংস করেছে, যা একা কোনো রাজনীতিক দলের পক্ষে তা মেরামত করা সম্ভব না।
তার আশা, সেনাবাহিনীর সহায়তা নিয়ে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেবে।
এসময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- বুলুর স্ত্রী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, সৌদি আরব দাম্মাম বিএনপির আহবায়ক হাজী বাহার উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলীসহ দলের নেতারা।