সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
রাজধানীতে অটোরিকশা চালকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৪:৪১ PM
সবুজবাগে রঞ্জু নামে এক (৪৫) অটোরিকশা চালককে মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সবুজবাগের দক্ষিণগাঁও আমিন মোহাম্মদ গ্রুপ ও গ্রিন মডেল টাউন এলাকার ১১ নম্বর রোডের একটি খালি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রঞ্জুকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় গামছা পেঁচিয়ে গিট দেওয়া ছিল। মরদেহের বিভিন্ন স্থানে ফোসকা দেখা গেছে। সেটা থেকে বোঝা যায়, তাকে বেশ কয়েক দিন আগে হত্যা করা হয়েছে। মরদেহের ওপর পোকামাকড়ও ছিল।’

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, গতকাল আমরা গেইন মডেল টাউন হাউজিং থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ও শরীরে আঘাতের চিহ্নসহ এক ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রথমে ওই ব্যক্তি অজ্ঞাত থাকলেও পরে প্রযুক্তির সহায়তায় তার নাম জানা যায় রঞ্জু মিয়া। তিনি পেশায় একজন রিকশাচালক। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা। বর্তমানে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় থাকতেন তিনি।

তিনি আরও জানান, কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানতে পারিনি। গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে কিনা সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত