রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ হচ্ছে রাঙামাটিতে
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৬:৫৫ PM আপডেট: ২৪.০৩.২০২৫ ৬:৫৮ PM
দীর্ঘ অপেক্ষার পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় রাঙামাটিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন’, শিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকার আশপাশে ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প অনুমোদিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভায় অনুমোদিত ১৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ১৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এরমধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ ১৪ হাজার ১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নের পরিমাণ ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা ধরা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গামাটি মেডিকেল কলেজের (রাঙ্গামেক) অধ্যক্ষ ডা. প্রীতিপ্রসূণ বড়ুয়া বলেন, ‘আজকে (রোববার) একনেক সভায় রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পসহ ১৫টি প্রকল্প পাস হয়েছে। পরবর্তীতে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হবে। এরপর প্রকল্পের কাজ শুরু হবে। আগামী ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে।’

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে চিকিৎসা বিজ্ঞানের প্রসারে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় রাঙ্গামাটি মেডিকেল কলেজ (রাঙ্গামেক)। প্রতিষ্ঠা পরবর্তী সময়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে প্রথম পাঠদান কার্যক্রম শুরু হয় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবনে। শিক্ষা কার্যক্রম চালুর পর এক দশকের মধ্যেও স্থায়ী ক্যাম্পাস পায়নি প্রতিষ্ঠানটি। রাঙ্গামাটি জেলা শহরের রাঙাপানি এলাকায় প্রায় ২৬ একর জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্প পাস না হওয়ায় থমকে ছিল স্থায়ী ক্যাম্পাসের প্রতিষ্ঠার কাজ। এ নিয়ে ২০১৯ সাল থেকে বিভিন্ন সময়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছে কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরেও আন্দোলনে নেমেছিল শিক্ষার্থীরা। অবশেষে একনেক সভায় প্রকল্প পাস হওয়ায় শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

একনেক সভায় রাঙামাটির অনুমোদিত প্রকল্পগুলো হলো— রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্প; ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প; সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রকল্প; সারাদেশে অবস্থিত ক্ষতিগ্রস্ত খাদ্য গুদাম এবং অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামোর মেরামত ও সংস্কার প্রকল্প; জেলাপ্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ড রুমসমূহ সংস্কার ও মেরামত প্রকল্প; দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রভেন ভুল তৈরি প্রকল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত